MD Selim: 'আমি লড়াইয়ের ময়দানে আছি, সবার মুরদ হয়না শেষ পর্যন্ত লড়াইয়ে থাকার', আক্রমণ সেলিমের
ABP Ananda LIVE: 'আমি লড়াইয়ের ময়দানে আছি, সবার মুরদ হয়না শেষ পর্যন্ত লড়াইয়ে থাকার। লড়াইটা হচ্ছে বিজেপির(BJP) বিরুদ্ধে, এবার কেউ কেউ বিজেপির বিরুদ্ধে বলেছে আবার কেউ কেউ সিপিএমের(CPIM) বিরুদ্ধে বলছে। বুঝতে হবে কে, কার পক্ষে', আক্রমণ সেলিমের(MD Selim)।