
Elections 2023:২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে হিন্দি বলয়ে বিরাট ধাক্কা কংগ্রেসের!।ABP Ananda LIVE
Continues below advertisement
২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে হিন্দি বলয়ে বিরাট ধাক্কা খেল কংগ্রেস! মধ্যপ্রদেশে জয় তো দূর অস্ত, কংগ্রেসের হাত থেকে ছত্তীসগঢ় এবং রাজস্থানও ছিনিয়ে নিল বিজেপি! নরেন্দ্র মোদির ওপরেই পূর্ণ আস্থা রাখলেন হিন্দি বলয়ের গুরুত্বপূর্ণ এই ৩ রাজ্যের ভোটাররা। ফলে এই মুহূর্তে উত্তর ভারতে শুধু হিমাচল প্রদেশেই এককভাবে ক্ষমতায় রইল কংগ্রেস। যা দেখে অনেকেই বলছেন, কংগ্রেস এখন দক্ষিণের দলে পরিণত হয়েছে!
Continues below advertisement
Tags :
Modi Magic Elections 2023 BJP In 3 Hindi Heartland States Bigh Setback For Congress General Elections 2024