Modi government formation:সরকার গড়তে বিজেপির ভরসা জোট শরিকরা, দাবি-দাওয়া নিয়ে শুরু দর কষাকষি
ABP Ananda Live: ২৪০-এ থেমেছে বিজেপি। সরকার গড়তে এখন বিজেপির ভরসা জোট শরিকরা। এই অবস্থায়, শরিকদের দাবি-দাওয়া নিয়ে দর কষাকষি যেন, সরকার গঠনে কোনও প্রতিবন্ধকতা তৈরি না করে, তা দেখার জন্য বিজেপির পক্ষ থেকে তিন শীর্ষ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঝোপ বুজে কোপ মারতে প্রস্তুত শরিকরাও।
১০ বছর পর প্রথমবার, আরও একটা জোট সরকার গঠনের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে দেশ। ২৩ বছরে প্রথম 'পরনির্ভর' হলেন নরেন্দ্র মোদি। একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে, এখন শরিকদের মুখাপেক্ষী তিনি। জোট সরকারের 'জ্বালা' কি এবার প্রথমবার বুঝতে পারবেন নরেন্দ্র মোদি?
৪০০ পারের স্লোগান তুলে এবার আড়াইশোর নিচে থেমে গেছে নরেন্দ্র মোদির দৌড়। এই পরিস্থিতিতে শরিকদের দাবি-দাওয়া নিয়ে দর কষাকষি যেন কোনও প্রতিবন্ধকতা তৈরি না করে, তা দেখার জন্য বিজেপির পক্ষ থেকে তিন শীর্ষ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা হলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার, জেপি নাড্ডার বাড়িতে RSS-এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে করেন তাঁরা।