Modi Oath Taking Ceremony Updates: মোদি মন্ত্রিসভায় মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার। ABP Ananda Live
ABP Ananda Live: আজ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সন্ধে ৭.১৫: রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন মোদি। এনডিএ সরকারের মন্ত্রিসভায় ঠাঁই হবে বাংলার সাংসদদের? বাংলা থেকে শান্তনু ঠাকুরের নাম নিয়ে আলোচনা। মোদির সঙ্গে ৫২-৫৫ জন মন্ত্রী শপথ নিতে পারেন। ক্যাবিনেট মন্ত্রী পদে শপথ নিতে পারেন ১৯-২২ জন। প্রতিমন্ত্রী পদে শপথ নিতে পারেন ৩৩-৩৫ জন। একজন ক্যাবিনেট মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী পেতে পারে টিডিপি: সূত্র। জেডিইউ পেতে পারে একজন ক্যাবিনেট মন্ত্রী ও ১ জন প্রতিমন্ত্রী: সূত্র। একনাথ শিণ্ডের শিবসেনা, এলজেপি থেকেও এক জন করে মন্ত্রী হতে পারেন। আরএলডি, অজিত পাওয়ারের এনসিপি থেকে এক জন করে মন্ত্রী হতে পারেন। উত্তরপ্রদেশ থেকে মন্ত্রী হতে পারেন রাজনাথ সিংহ, কংগ্রেস থেকে আসা জিতিন প্রসাদ। মধ্যপ্রদেশ থেকে মন্ত্রী হতে পারেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শিবরাজ সিংহ চৌহান। মন্ত্রিত্ব পেতে পারেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। ফের মন্ত্রী হতে পারেন নাড্ডা, ভূপেন্দ্র যাদব, অর্জুনরাম মেঘওয়াল, ফের মন্ত্রী হতে পারেন এস জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব, নিতিন গডকড়ী, পীযূষ গোয়েল। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ছাড়াও আমন্ত্রিত শ্রীলঙ্কা, মলদ্বীপের প্রেসিডেন্ট। আমন্ত্রিত নেপাল, ভূটান, মরিশাসের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ।