Panchayat Election : কাল পঞ্চায়েত ভোট, লেহ্ থেকে এয়ারলিফটে রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী
কাল পঞ্চায়েত ভোট, লেহ্ থেকে এয়ারলিফটে রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী। লেহ্ থেকে এয়ারলিফট করে, পানাগড়ে আনা হল ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এল ২ প্লাটুন কেন্দ্রীয় বাহিনীও
পানাগড়ে পৌঁছনোর পর, সেখান থেকে নির্দিষ্ট জায়গায় মোতায়েন করা হবে। ১ থেকে ২টি বুথে মোতায়েন থাকবে ৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ৩ থেকে ৪টি বুথ আছে এমন জায়গায় মোতায়েন থাকবে ৮ জন জওয়ান। ৫ থেকে ৬টি বুথ আছে এমন জায়গায় থাকবে ১২ জন জওয়ান। ৭ এবং ৭-এর অধিক বুথে মোতায়েন থাকবে ১৬ জন জওয়ান
স্ট্রং রুমে মোতায়েন থাকবে ১ কোম্পানি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর ৮০ জন জওয়ান। বাহিনী ভাগ করে মোতায়েন সংক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের ফর্মুলা মেনে নিল রাজ্য নির্বাচন কমিশন। স্পর্শকাতর বুথগুলিকে দেওয়া হবে অগ্রাধিকার
Tags :
Elections Election Commission Central Force Panchayat Election WB Panchayat Election 2023 Panchayat Poll 2023 Election Commission WB Panchayat Election Schedule WB Panchayat Election Date WB Panchayat Poll 2023 Panchayat Election 2023