Morning Headline: 'প্রথম দুই দফায় বিজেপি ৫০টি আসনে জিতছে', দাবি Amit Shah-এর, পাল্টা TMC

Continues below advertisement

প্রথম দু’দফায় ৬০টি বিধানসভা কেন্দ্রের ভোট এখন ইভিএম-বন্দি। বিজেপি এবং তৃণমূল ষাটটি আসনের মধ্যে হাফ সেঞ্চুরি হাঁকানোর দাবি করছে। অমিত শাহ দাবি করেন, প্রথম দুই দফায় বিজেপি ৫০টি আসনে জিতছে। তৃণমূল নেত্রীর পাল্টা দাবি, তিনি মাইনাস আসনগুলিকে প্লাস করে ফেলেছেন।

ভোটের পরেই নন্দীগ্রাম নিয়ে কমিশনে তৃণমূল (TMC)। বিজেপি (BJP) বহিরাগতদের দিয়ে ভোট করার চেষ্টা করছে বলে অভিযোগ তৃণমূলের। পাল্টা মমতার (Mamata Banerjee) বিরুদ্ধে দুঘণ্টা বুথে থেকে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ বিজেপির। পদক্ষেপের দাবি। 

ব্যাটলগ্রাউন্ড নন্দীগ্রাম। তৃণমূল থেকে বিজেপি, দু’পক্ষই দাবি করছে, নন্দীগ্রামের প্রেস্টিজ ফাইটে তারাই জয়ী হবে। তরজার আবহে তৃণমূল নেত্রী অন্য কোনও আসনে দাঁড়াতে পারেন বলেও জল্পনা উস্কে দিয়েছেন প্রধানমন্ত্রী। যে জল্পনা সম্পূর্ণ খারিজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দ্বিতীয় দফার ভোটে ভোট পড়ল ৮৬%। শুধু নন্দীগ্রামেই ৮৮%। এত ভোটই প্রমাণ করেছে অসাধারণ কাজ করেছে কেন্দ্রীয় বাহিনী। গণতন্ত্র রক্ষায় ভোট দিন। হিংসার জায়গা নেই। ট্যুইট রাজ্যপালের।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram