WB Election 2021: পঞ্চম দফার ভোটেও অব্যাহত অশান্তি

Continues below advertisement

পঞ্চম দফার ভোটেও অব্যাহত অশান্তি। গয়েশপুরে বিজেপি নেতার বাড়িতে তাণ্ডব তৃণমূলের। তাণ্ডব থেকে রেহাই পেলেন না বৃদ্ধ বাবা-মা। জনরোষ, পাল্টা দাবি তৃণমূলের। 

কোথাও সংঘর্ষ, কোথাও বিক্ষোভ। ভোটে দফায় দফায় উত্তপ্ত সল্টলেক। শান্তিনগরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। নয়াপট্টিতে তৃণমূলের বিক্ষোভের মুখে সব্যসাচী দত্ত। 

পঞ্চম দফার ভোটে অশান্ত শান্তিপুর। বোমাবাজি। গুলি চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আহত তৃণমূল কর্মী।

শীতলকুচির পর এবার দেগঙ্গা। ২১৫ নম্বর বুথের বাইরে গুলি চালানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। গুলি চলেনি, বিভ্রান্তি ছড়াচ্ছেন স্থানীয়রাই, দাবি বাহিনী ও কমিশনের। 

মৃত্যু নিয়ে রাজনীতি দিদির পুরনো অভ্যেস। শীতলকুচিকাণ্ডের অডিও টেপকে হাতিয়ার করে আক্রমণ নরেন্দ্র মোদির। কারা ফোনে আড়ি পাতছে জানি। বের করবই, পাল্টা চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

শীতলকুচি গুলিকাণ্ডে মমতা-পার্থপ্রতিমের ফোনালাপে মেরুকরণের চেষ্টা। বিস্ফোরক অডিও টেপকে হাতিয়ার করে কমিশনে নালিশ বিজেপির প্রতিনিধিদলের। তৃণমূলের ফোন ট্যাপিংয়ের অভিযোগ অস্বীকার।

রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণ। একদিনে মৃত্যু রেকর্ড ৩৪ জনের। আক্রান্ত প্রায় আট হাজার। সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু কলকাতায়। 

করোনা সংক্রমণ রুখতে কড়া রেল। মাস্ক ছাড়া ট্রেনে উঠলে ৫০০ টাকা জরিমানা। ৬ মাস কার্যকর থাকবে নতুন নিয়ম। নির্দেশিকা জারি রেলমন্ত্রকের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram