শিরোনাম: ক্লাবের দখল নিয়ে মানিকতলায় TMC-BJP সংঘর্ষ

ক্লাবের দখল নিয়ে রাতে রণক্ষেত্র মানিকতলা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল প্রচুর পুলিশ। বেশ কয়েকজন আটক। এখনও মেলেনি তৃণমূলের (TMC) প্রতিক্রিয়া। 

তৃণমূল-বিজেপি (BJP) সংঘর্ষে উত্তপ্ত দিনহাটা, মেমারি। বেশ কয়েকজন আহত। সংঘর্ষ হাসনাবাদেও। রায়নায় আক্রান্ত তৃণমূল প্রার্থী। হরিশ্চন্দ্রপুরে বিজেপি প্রার্থীর উপরেও হামলাও। 

হাওড়ার মমতার মিছিলে হঠাৎ ঢুকে পড়ল ষাঁড়। সামলাতে নিরাপত্তারক্ষীরা হিমশিম। 

মনোনয়নের তিনদিন আগে বীরভূমের মুরারইয়ে তৃণমূলের প্রার্থী বদল। করোনা আক্রান্ত আব্দুর রহমান। হাসপাতালে ভর্তি। তাই নতুন প্রার্থী মুসারফ হোসেন। জানাল তৃণমূল। ২৯ এপ্রিল রাজ্যে শেষ দফায় ভোট। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola