Morning Headlines: শুক্রবার পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা প্রকাশ TMC-র, সঙ্গে অন্য খবর
শুক্রবার পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা প্রকাশ করবে তৃণমূল। কালীঘাটে প্রার্থীদের নাম ঘোষণা করবেন মমতা (Mamata Banerjee)। একইদিনে দিল্লিতে প্রথম দু'দফার তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। দল বললে যে কোনও কেন্দ্র থেকে লড়ব এবং জিতব, একান্ত সাক্ষাৎকারে দাবি দিলীপের। ৮ মার্চের মধ্যে রাজ্যে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সপ্তাহের শেষেই আসছেন ৪ কেন্দ্রীয় পর্যবেক্ষক। প্রতি জেলায় এবারের ভোটে তিনজন করে পুলিশ পর্যবেক্ষক। ভোটের আগে তৃণমূলের সঙ্গে আরও সংঘাতে শিশির। কেউ যোগাযোগ করলেই মিথ্যে মামলার হুমকি, বিস্ফোরক অভিযোগ। একদিকে হৃদয়, মন অন্যদিকে, পাল্টা পার্থ (Partha Chatterjee)। তৃণমূলে আরও তারকা। এবার যোগ দিলেন সায়ন্তিকা। প্রচারে কী বলা যাবে, কী বলা যাবে না, রাজ্যের কী সাফল্য? কোথায় ব্যর্থ কেন্দ্র? তৃণমূল ভবনে রাজ, রণিতা, মানালিদের ক্লাস নিলেন নেতৃত্ব। গুরুত্ব দিচ্ছে না বিজেপি (BJP), জিতেন্দ্রর পর আসানসোল পুরসভায় ভাঙন। বিজেপিতে যোগ দিলেন তিন কাউন্সিলর। আলিপুরে শিল্পপতি পরিবারে বধূর রহস্যমৃত্যু। কলকাতায় গোয়েন্দা প্রধানের নাম করে গোপন ভিডিও ভাইরালের হুমকি। নারকেলডাঙায় আত্মঘাতী অভিনেতা অঙ্কুশের (Ankush) সহকারী।