Morning Headlines: আজ বাঁকুড়ায় Mamata, কাঁথিতে Modi ও অন্য খবর

Continues below advertisement

পুরুলিয়ার সভা থেকে বিস্ফোরক মমতা। সবকিছুকেই ভয় পাচ্ছে তৃণমূল, কটাক্ষ অর্জুনের। গোসাবার সভা থেকে ফের আক্রমণে অমিত শাহ (Amit Shah)। মেদিনীপুরে রোড শো। অভিষেককেই (Abhishek Banerjee) তো ভয় বিজেপির (BJP), পাল্টা পার্থ (Partha Chatterjee)। বর্ধমানের পালিতপুরে আক্রান্ত তৃণমূল, কেশপুরে বিজেপি কর্মীদের ওপর হামলা, ময়নায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, খেজুরিতে আক্রান্ত তৃণমূল প্রার্থী। গাড়ি থেকে টেনে নামানোর চেষ্টার অভিযোগ। আজ কাঁথিতে মোদি (Narendra Modi), বাঁকুড়ায় মমতা (Mamata Banerjee)। প্রথম দফা ভোটের আগেই প্রচারে মিঠুন (Mithun Chakraborty)। বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে পর পর সভা। ৩০ তারিখ থাকছেন নন্দীগ্রামে শুভেন্দুর (Suvendu Adhikari) র‍্যালিতে। বালুরঘাটে বিজেপি প্রার্থী অর্থনীতিবিদ অশোক লাহিড়ি, রাসবিহারীতে প্রাক্তন সেনাকর্তা সুব্রত সাহা। মতুয়া ভোট সামলাতে গাইঘাটায় সুব্রত ঠাকুর। ২৭ মার্চ প্রথম দফার ভোটের দিন বাংলায় প্রার্থীতালিকা প্রকাশ করবে মিম (MIM)। সাগরদিঘিতে সভা। আব্বাস সিদ্দিকির সঙ্গে আলোচনার পরই প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত, জানালেন ওয়েইসি। ১ এপ্রিল থেকে পঞ্চাশোর্দ্ধ সবাইকে করোনা টিকা (Corona Vaccine), সিদ্ধান্ত কেন্দ্রের। রাজ্যে ফের বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত ৪০৫। সব রাজ্যকে নতুন গাইডলাইন দিল্লির। ছত্তীসগঢ়ে ফের মাও হানা। পাঁচ পুলিশকর্মীর মৃত্যু। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram