Morning Headlines: পরিকল্পনা করে খুনের চেষ্টার অভিযোগ সুজাতার, 'না গেলেই ভাল করত', পাল্টা সৌমিত্র

Continues below advertisement

আরামবাগে দফায় দফায় আক্রান্ত সুজাতা (Sujata Mondal Khan)। তৃণমূল প্রার্থীর মাথায় বাঁশের বাড়ি, লাঠি নিয়ে তাড়া। আহত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে উলুবেড়িয়া হাসপাতালের সামনে তৃণমূলের হাতে আক্রান্ত পাপিয়া অধিকারী (Papiya Adhikari)। নিরাপত্তারক্ষীর সামনে সজোরে গলা ধাক্কা। পাপিয়াকে হেনস্থার অভিযোগে কমিশনে (Election Commission) বিজেপি। দুই তৃণমূল কর্মী গ্রেফতার। বিষ্ণুপুরে তৃণমূলের হুমকিতেও পিছু হটলেন না ভোটার। মৃতদেহ উদ্ধারকে ঘিরে রণক্ষেত্র দুবরাজপুর। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, ওসি-সহ আহত ২। পাল্টা কাঁদানে গ্যাস। নিহতকে সমর্থক বলে দাবি বিজেপির (BJP), খারিজ পরিবারের। বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে না তৃণমূল আমলের সামাজিক প্রকল্প। আরও বাড়বে অনুদানের অঙ্ক। থাকবে না কাটমানি, সিণ্ডিকেট। কোচবিহারের (Cooch Behar) সভা থেকে আশ্বাস প্রধানমন্ত্রীর (Narendra Modi)। বিজেপির মিঠুনের পাল্টা তৃণমূলের প্রচারে জয়া বচ্চন (Jaya Bachchan)। দমদমে ব্রাত্যর হয়ে রোড শো। কয়লা পাচারকাণ্ডে আরও ৭ দিনের জন্য লালার (Lala) রক্ষাকবচ। ১৩ এপ্রিল পর্যন্ত করা যাবে না গ্রেফতার, জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ভোটের মধ্যেই ফিরল করোনার (Corona) ত্রাস। রাজ্যের দৈনিক সংক্রমণ ২০০০ পার। একদিনে ৭ জনের মৃত্যু, দিল্লিতে (Delhi) নাইট কার্ফু। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram