Morning Headlines: মমতার সাড়ে ৩ ঘণ্টার ধর্না, দিলীপকে শোকজ, রাহুলের প্রচারে নিষেধাজ্ঞা

Continues below advertisement

২৪ ঘণ্টার জন্য প্রচারে নির্বাচন কমিশনের (Election Commission) নিষেধাজ্ঞা। প্রতিবাদে গাঁধীমূর্তির পাদদেশে একা হুইলচেয়ারে সাড়ে ৩ ঘণ্টা ধর্না মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। নীরব প্রতিবাদের ভাষা ক্যানভাসে। অগণতান্ত্রিক, নিরপেক্ষ নয় কমিশন, মমতার পাশে থেকে বার্তা বিদ্বজনদের একাংশের। বিজেপির (BJP) অঙ্গুলিহেলন, আক্রমণ সমাজবাদী পার্টির (SP)। নেতাদের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নিলেও রাস্তায় নামেনি বিজেপি, খোঁচা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর (Central Force) গুলি চালনা নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। রাহুল সিনহার (Rahul Sinha) প্রচারে ৪৮ ঘণ্টা নিষেধাজ্ঞা কমিশনের। লঘু পাপে গুরু দণ্ড, প্রতিক্রিয়া হাবড়ার বিজেপি প্রার্থী। গোহারান হারবে, আক্রমণ জ্যোতিপ্রিয়র। শীতলকুচি-কাণ্ডে মন্তব্যের জেরে দিলীপ ঘোষকে শোকজ নোটিস কমিশনের। আজ সকালের মধ্যেই জবাব তলব। দিলীপের প্রচারে নিষেধাজ্ঞা জারি হোক, দাবি তৃণমূলের। এবার অনুব্রতকে (Anubrata Mondal) নোটিস কমিশনের। খেলা হবে স্লোগান নিয়ে বিজেপির ওপর হামলার হুমকি দেওয়ার অভিযোগ। গতকাল রাতের মধ্যেই জবাব তলব। তৃণমূল নেত্রী সম্পর্কে বিতর্কিত মন্তব্য, শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) সতর্ক করেই ছেড়ে দিল নির্বাচন কমিশন। কেন শুধুই সতর্কীকরণ? আক্রমণ তৃণমূলের (TMC)। সতর্কীকরণে কাজ হবে না, দাবি সংযুক্ত মোর্চার। ফের রণক্ষেত্র বর্ধমান। দিলীপের রোড শো থেকে তৃণমূলের পার্টি অফিসে হামলার অভিযোগ। পাল্টা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শাসক শিবিরের। দেশে একদিনে করোনা (Corona) আক্রান্ত ১ লক্ষ ৬১ হাজার ৭৩৬, মৃত ৮৭৯। আজ থেকে মহারাষ্ট্রে (Maharashtra) ১৫ দিনের জন্য জারি হচ্ছে ১৪৪ ধারা। রাজ্যে ফের বাড়ল করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত ৪ হাজার ৮১৭। ২৪ ঘণ্টায় মৃত ২০। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram