Morning Headlines: মিনাখাঁয় TMC ছেড়ে BJP-তে যোগ দেওয়া বাবু মাস্টারের উপর হামলা, অভিযোগের তির তৃণমূলের দিকে

Continues below advertisement

মিনাখাঁয় তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যাওয়া বাবু মাস্টারের উপর হামলা। বাসন্তী হাইওয়েতে গাড়ি ঘিরে গুলি, বোমা। অ্যাপেলোয় ভরতি। স্পিড ব্রেকারের কাছে গাড়ি থামতেই শুভেন্দু (Suvendu Adhikari) ঘনিষ্ঠ নেতার উপর হামলা। নেপথ্যে তৃণমূল। অভিযোগ বিজেপির। দুষ্কৃতী হওয়ায় শত্রু ছিল। পাল্টা জ্য়োতিপ্রিয়। বাবু মাস্টারের উপর হামলার  রাতেই বারাসতের রাণাঘাটের বিজেপি সাংসদের গাড়িতে ধাক্কা লরির। অল্পে রক্ষা। নেপথ্যে চক্রান্তের অভিযোগ। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের। হাবড়ার সভা থেকে হুঙ্কার মদনের (Madan Mitra)। নুসরত মঞ্চ ছাড়তেই নৈহাটিতে উদ্দাম নৃত্য। বিজয় উল্লাস দাবি নেতৃত্বের। একটাতেও জিততে পারবে না। পাল্টা অর্জুন সিংহ (Arjun Singh)। রাজ্যজুড়ে ক্রমশ বাড়ছে 'খেলা হবে' স্লোগান ঘিরে পারদ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram