Morning Headlines: আজ ত্রিপুরায় পুরভোট, স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর বুথে কেমন থাকছে নিরাপত্তা ব্যবস্থা? Bangla News

Continues below advertisement

আজ ত্রিপুরায় পুরভোট। অতি স্পর্শকাতর বুথের নিরাপত্তায় ত্রিপুরা স্টেট রাইফেলস। আগরতলায় বুথ প্রতি ৫ জন জওয়ান। 


এবার মেঘালয় কংগ্রেসে ধস নামিয়ে প্রধান বিরোধী দল তৃণমূল। বিরোধী দলনেতা মুকুল সাংমা সহ ১২ বিধায়ক যোগ দিলেন জোড়াফুলে, খবর সূত্রের। 


টাকা দিয়ে মেঘালয়ে বিধায়ক কিনেছে তৃণমূল। নৈতিকতা থাকলে জোড়াফুলের প্রতীকে জিতে দেখাক, আক্রমণ অধীরের। প্রমাণ দিন, নৈতিকতা শিখব না, পাল্টা সৌগত।


২০ এপ্রিল শিল্প সম্মেলনের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর।


মোদির সঙ্গে বৈঠকে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির নিয়ে নালিশ মমতার। উঠল বকেয়ার প্রসঙ্গ। কোথায় কত পেয়ে, কত খরচ, তথ্য দিন, দাবি বিজেপির। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram