Municipal Election Result: ১০৮টি পুরসভার মধ্যে তৃণমূল একাই ১০২টিতে জয়ী। Bangla News

Continues below advertisement

১০৮টি পুরসভার মধ্যে তৃণমূল একাই ১০২টিতে জয়ী। ২ হাজার ১৭১টি ওয়ার্ডের মধ্যে ১ হাজার ৮৬৬টি জয়ী তৃণমূল। ২ হাজার ১৭১টি ওয়ার্ডের মধ্যে ১১৯টিতে জয়ী নির্দল। ২ হাজার ১৭১টি ওয়ার্ডের মধ্যে ৬৩টিতে জয়ী বিজেপি। ২ হাজার ১৭১টি ওয়ার্ডের মধ্যে ৫৭টিতে জয়ী বামফ্রন্ট। ২ হাজার ১৭১টি ওয়ার্ডের মধ্যে ৫৯টিতে জয়ী কংগ্রেস। তাহেরপুর পুরসভায় জয়ী সিপিএম, দার্জিলিঙে জয়ী ‘হামরো’। ৪টি পুরসভায় ত্রিশঙ্কু ফল, ৩৩টি পুরসভা বিরোধীশূন্য। ১০৮টি পুরসভার মধ্যে ৮টিতে দ্বিতীয় স্থানে নির্দল। প্রায় ৪ দশক পরে কাঁথির অধিকার হারাল অধিকারীরা। প্রায় ৩ দশক পরে বহরমপুর কংগ্রেসের হাতছাড়া। জয়নগর পুরসভাও তৃণমূলের কাছে হারাল কংগ্রেস। নদিয়ার তাহেরপুর পুরসভা দখল করল সিপিএম। চমক দিয়ে দার্জিলিং পুরসভা দখল করল নতুন পার্টি ‘হামরো’। 
দিলীপ, সুকান্ত, অর্জুনের গড়েও ধরাশায়ী গেরুয়া । 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram