Murshidabad News : ভোট-সন্ত্রাসের আবহেই মুর্শিদাবাদের নবগ্রামে এক ব্যক্তির খুন ঘিরে রহস্য
ভোট-সন্ত্রাসের আবহেই মুর্শিদাবাদের নবগ্রামে এক ব্যক্তির খুন ঘিরে রহস্য। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। মৃতের নাম গৌর ঘোষ। পরিবারের দাবি, বছর ৩৭-এর ওই ব্যক্তি গতকাল রাতে বাড়ি ফেরেননি। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে তাঁর দেহ উদ্ধার হয়। হাতের ৩টি আঙুল কেটে নেওয়া হয়েছে বলে পরিবারের অভিযোগ। এছাড়া, দেহের বিভিন্ন জায়গায় ধারাল অস্ত্র দিয়ে কোপানোর দাগ রয়েছে। কী কারণে খুন, তা নিয়ে এখনও ধোঁয়াশা।
Tags :
Elections WB Panchayat Election 2023 Panchayat Elections 2023 WB Panchayat Poll 2023 Panchayat Election 2023 West Bengal Panchayat Elections 2023 Panchayat Election Result Panchayat Election Results 2023 Panchayat Poll Result