Lok Sabha Elections 2024 Result: মোদিকে সমর্থনের সম্মতিপত্র দিয়েই স্ট্যালিনের সঙ্গে বৈঠক চন্দ্রবাবু নায়ডুর
Continues below advertisement
ABP Ananda Live: এনডিএ-তে থেকেও জল্পনা বাড়ালেন চন্দ্রবাবু। মোদিকে সমর্থনের সম্মতিপত্র দিয়েই স্ট্যালিনের সঙ্গে বৈঠক করলেন চন্দ্রবাবু নায়ডু। নিজেদের জোটের বৈঠক সেরে ফেরার পথে বিমানবন্দরে দেখা দুই নেতার। দিল্লি বিমানবন্দরেই আলোচনা সারেন দুই নেতা। সোশাল মিডিয়ায় সে ছবি পোস্টও করেন এম কে স্ট্যালিন। দক্ষিণের ২ রাজ্য নিয়ে আলোচনা হয়েছে, দাবি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর।
অন্য়দিকে, শরিকদের নিয়ে আপাতত সরকার তৈরির সংখ্য়া জোগাড় করতে পেরেছেন নরেন্দ্র মোদি। বুধবার রাষ্ট্রপতির কাছে পদত্য়াগপত্র পেশ করেন তিনি। শনিবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বিদায়ী মন্ত্রিসভার শেষ বৈঠকে তিনি বলেন, হার-জিত রাজনীতির অঙ্গ। সংখ্য়ার খেলা চলতেই থাকে। যিনি চারশো পারের দাবি করতেন, তাঁর এই মন্তব্য় নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা।
Continues below advertisement
Tags :
N Chandrababu Naidu Narendra Modi Lok Sabha Elections 2024 Lok Sabha Polls 2024 India General Election Lok Sabha Elections Result 2024 Lok Sabha Polls 2024 Date Lok Sabha ELection 2024 Elections 2024 Lok Sabha Elections 2024 Result Lok Sabha Polls Result 2024