নজরে ৯ চটজলদি: লোকসভার জবাবী ভাষণেও Narendra Modi-র মুখে 'বাংলা'

Continues below advertisement

১৬-এর পর ২১। নিজেকেই বাজি রাখলেন মমতা (Mamata Banerjee)। কলাইকুণ্ডার চা চক্রে ফের নাড্ডার (J P Nadda) নিশানায় মমতা। লোকসভায় শূন্য। বিধানসভাতেও হাত খালি। মালদায় আক্ষেপি সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। হার স্বীকার করে নিলেন মমতাই। পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বাংলায় সংস্কৃতি জানে না। মণীষীদের নিয়ে ভুল তথ্য দিচ্ছেন বিজেপি নেতারা। উত্তর দিনাজপুরের সভা থেকে আক্রমণ মমতার। "অন্ধ্রপ্রদেশের ময়লা ফেলার গাড়িকে রথ করেছে। রং করে, এসি বসিয়ে রথ তৈরি করেছে বিজেপি। রথের তো কাঠের চাকা হয়। এআবার কেমন রথ? বিজেপির রথযাত্রা নিয়ে তীব্র কটাক্ষ অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)-এর। পাল্টা জবাব দিলীপ ঘোষের। সংসদে জবাবী ভাষণেও মোদির (Narendra Modi) মুখে বাংলা। সৌগত রায়ের (Saugata Roy) সঙ্গে অধীরকেও (Adhir Ranjan Chowdhury) কটাক্ষ। বক্তৃতার সময় বারবার বিরোধীদের অভিযোগ। চক্রান্তের অভিযোগ। ক্ষুব্ধ প্রধানমন্ত্রী। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram