নজরে ৯ চটজলদি: কাল ব্যারাকপুরে রথযাত্রার সূচনা J P Nadda-র, ডানলপে Mamata Banerjee-র সভায় TMC-তে যোগ একঝাঁক তারকার

Continues below advertisement

মুকুল রায় (Mukul Roy), রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary), অর্জুন সিংহ-এর (Arjun Singh) রোড শো ঘিরে রণক্ষেত্র আমহার্স্ট স্ট্রিট। বিজেপি (BJP), তৃণমূল (TMC) সংঘর্ষ। নেতাদের লক্ষ্য করে ইট, জুতো, কালো পতাকা। বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে রণক্ষেত্র কাঁচরাপাড়া। ব্যারিকেড ভাঙার চেষ্টা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। রাস্তায় বসে পড়লেন কৈলাস। সায়নী, রাজ, কাঞ্চন, মানালি থেকে মনোজ তিওয়ারি (Manoj Tiwari), ডানলপে মমতার (Mamata Banerjee) সভায় যোগ একঝাঁক তারকার। বিজেপিতে প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা (Ashoke Dinda)। কয়লাকাণ্ডে রুজিরাকে সিবিআইয়ের (CBI) জিজ্ঞাসাবাদ। নাম না করে আক্রমণে মমতা। ভোটের মুখে এবার জল্পনা বাড়ালেন দেবশ্রী রায় (Debashree Roy)। কাল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে রথযাত্রার কর্মসূচির সূচনা করবেন জে পি নাড্ডা (J P Nadda)। সেই সঙ্গে ব্যারাকপুরে বীভূতিভূষণ বন্দ্য়োপাধ্যায় ও নৈহাটি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্য়ায়ের বাড়িতে যাবেন তিনি। শ্রদ্ধার্ঘ জানাবেন সিপাহি বিদ্রোহের নায়ক মঙ্গল পান্ডেকে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram