নজরে ৯ চটজলদি: BJP-তে যোগ দিয়েই জয় শ্রীরাম স্লোগান Jitendra Tiwari-র কণ্ঠে
ভোটের মুখে ফের দলবদল। অবশেষে বিজেপিতে (BJP) তৃণমূলের (TMC) জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। বেসুরো হওয়ার পরেও দলে ফিরে গুরুত্বহীন। অবশেষে জোড়াফুল ছেড়ে পদ্মে পাণ্ডবেশ্বরের বিধায়ক। বিরোধীতা থাকলেও দলের জন্য একসঙ্গে কাজ করব। জানালেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। হাইকোর্টে ধাক্কা রাজ্যের। তৃণমূল নেতা খুনে আনিসুর রহমানের (Anisur Rahman) মামলা প্রত্য়াহারের নির্দেশ খারিজ। ইচ্ছামতো সিদ্ধান্ত নেওয়া যায় না বলে মন্তব্য। হাইকোর্টের নির্দেশের পরই তৎপর পুলিশ। তমলুক থেকে ছাড়া পাওয়া দেড় ঘণ্টার মধ্যেই কোলাঘাটে গ্রেফতার আনিসুর রহমান। রাজ্যের ভূমিকায় প্রশ্ন হাইকোর্টের। বাংলায় প্রশাসনের রাজনীতিকরণ স্পষ্ট। তৃণমূল নেতা খুনে অভিযুক্ত আনিসুরের মামলা প্রত্যাহার নিয়ে আক্রমণে বিজেপি। নির্দেশের কপি দেখে মন্তব্য। জানালেন আইনমন্ত্রী। সারদাকাণ্ডে কুণাল ঘোষকে (Kunal Ghosh) সাড়ে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ। ৮ মার্চ ফের তৃণমূল মুখপাত্রকে তলব করেছে ইডি (ED)। সঙ্গে দেখুন অন্য খবর।