নজরে ৯ চটজলদি: কয়লা, গরুর পর এবার বাঘ পাচার!

Continues below advertisement

কয়লাপাচারকাণ্ডে যুব তৃণমূল (TMC) নেতা বিনয় মিশ্রের ভাই গ্রেফতার। এখনও ফেরার বিনয়। ফোনের টাওয়ারের সূত্র ধরে দিল্লি থেকে গ্রেফতার বিকাশ। ছয়দিনের ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনছে ইডি (ED)। 

গরু, কয়লার পর এবার রাজ্যে সক্রিয় বাঘ পাচার চক্র। বাঘ পাচারের তদন্তে কলকাতা, হাওড়া সহ তিন জায়গায় ইডির তল্লাশি। কয়লাকাণ্ডে পাঁচটি জায়গায় তল্লাশি সিবিআইয়ের (CBI)। 

মেট্রো ডেয়ারি মামলায় স্বরাষ্ট্র সচিব ও কৃষি বিপণন সচিবকে তলব ইডির। হস্তান্তর সংক্রান্ত তথ্য জানতে তলব। অমিত শাহের (Amit Shah) চক্রান্ত। আক্রমণে মুখ্যমন্ত্রী। 

সারদাকাণ্ডে ফের তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh) ইডির তলব। কার মাধ্যমে প্রভাবশালীদের কাছে চিটফান্ডের টাকা? প্রতিমাসে তিনবার তলব করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram