নজরে ৯ চটজলদি: 'বিজেপি ক্ষমতায় এলে গোর্খাদের উপর থাকা মামলা প্রত্যাহার', প্রতিশ্রুতি Amit Shah-এর

Continues below advertisement

"বিজেপি ক্ষমতায় এলে গোর্খাদের উপর মামলা প্রত্যাহার করা হবে। দার্জিলিঙে লেবঙের সভা থেকে ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah)। ক্ষমতায় আসার এক সপ্তাহের মধ্যে মামলা প্রত্যাহারের কাজ শুরু হবে বলে ঘোষণা করেন তিনি। পাল্টা কটাক্ষ তৃণমূলের (TMC)। 

২৪ ঘণ্টার জন্য মমতার (Mamata Banerjee) প্রচারে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা। প্রতিবাদে গাঁধী মূর্তির পাদদেশে ধর্না তৃণমূল নেত্রীর। নিষেধাজ্ঞা সময় পেরিয়ে যাওয়ার পর বারাসত, বিধাননগরে সভা। 

গণতন্ত্রের কালো দিন। আক্রমণ ডেরেকের (Derek O'Brien)। নিরপেক্ষ নয় কমিশন। অভিযোগ যশবন্তের (Yashwant Sinha)। পাশে থাকার বার্তা শিবসেনা, সমাজবাদীর পার্টির। আমাদের বিরুদ্ধে কমিশ ব্যবস্থা নিলেও রাস্তায় নামিনি। খোঁচা দিলীপের (Dilip Ghosh)। 

অগণতান্ত্রিক। নিরপেক্ষ নয় কমিশন। মমতার পাশে থেকে বার্তা বিশিষ্টজনদের একাংশের। বিজেপির অঙ্গুলিহেলন। আক্রমণ সমাজবাদী পার্টির। নেতাদের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নিলেও রাস্তায় নামেনি বিজেপি। খোঁচা দিলীপের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram