নজরে ৯ চটজলদি: 'শাস্তি পাবে দোষীরা', শীতলকুচিকাণ্ডে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে আশ্বাস মমতার

Continues below advertisement

ঠিক কী হয়েছিল ১০ এপ্রিল শীতলকুচির ১২৬ নম্বর বুথে? কীভাবে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী? কীভাবে মৃত্যু হয় চারজনের? বুথের কাছে লাঠি-বাঁশ হাতে গ্রামবাসীরা।  দেখুন ভাইরাল ভিডিও। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 

কমিশনের বেঁধে দেওয়া ৭২ ঘণ্টার মেয়াদ শেষ হতেই কোচবিহারের মাথাভাঙায় গেলেন মুখ্যমন্ত্রী। ভোটের দিন শীতলকুচিতে নিহত চারজনের পরিবারের সঙ্গে কথা বললেন মমতা (Mamata Banerjee)। 

মাথাভাঙায় তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করলেন শীতলকুচির নিহত বিজেপি কর্মী আনন্দ বর্মণের দাদু ও মামা। জোর করে আনন্দর আত্মীয়দের তুলে নিয়ে গেছে তৃণমূল। অভিযোগ বিজেপির। 

শীতলকুচির গুলি চালনার তদন্ত হবে। যত বড়ই ব্যক্তি হোক, শাস্তি পাবে দোষীরা। মাথাভাঙায় বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram