WB Election 2021: মানুষের আশীর্বাদে নন্দীগ্রাম জিতছি, বললেন মমতা, কটাক্ষ শুভেন্দুর
ব্যাটলগ্রাউন্ড নন্দীগ্রাম। নির্বাচনের দ্বিতীয় দফার এপিসেন্টার। হাইভোল্টেজ ত্রিমুখী লড়াই। মুখোমুখি একসময়ের সহযোদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। কড়া চ্যালেঞ্জ সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের।
নন্দীগ্রামের বয়ালে তৃণমূলের এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ। মমতা যেতেই উত্তেজনা। তৃণমূলনেত্রীকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান। তৃণমূল-বিজেপি সংঘর্ষ।
বয়ালের বুথে প্রায় ২ ঘণ্টা ছিলেন মমতা। বুথে বসেই ফোন রাজ্যপালকে। জানালেন পরিস্থিতি। আইনের শাসন বজায় রাখার আশ্বাস ধনকড়ের।
গতকাল রাত থেকে হিংসা ছড়াচ্ছে বিজেপি। তা সত্ত্বেও মানুষের আশীর্বাদে নন্দীগ্রাম জিতছি। বয়ালের বুথ থেকে বেরিয়ে বললেন মমতা।
ভোট শেষের তিনঘণ্টা আগেই জয় নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু। মমতার বয়ালে বুথে যাওয়া নিয়ে কটাক্ষ।
বয়ালেই তৃণমূলকে হুমকি। বুথছাড়া এজেন্টকে ফেরাতে বাড়িতে কেন্দ্রীয় বাহিনী। আতঙ্কে পাঠাতে নারাজ মা।
সকলকে দেখিয়েই ভোটদান চলছে। বুথের ১০০ মিটারের মধ্যে বেআইনি জমায়েত। কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হচ্ছে না, অভিযোগ নন্দীগ্রামের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের। এদিন বিভিন্ন বুথ ঘোরেন তিনি।