Nandigram Lok Sabha Election 2024: উত্তপ্ত নন্দীগ্রামের সোনাচূড়া, আগুন জ্বলল দোকানে। ABP Ananda Live

Continues below advertisement

সোনাচূড়া বাজার এলাকা উত্তপ্ত পরিস্থিতি। বিজেপি নেতার মাকে পিটিয়ে, কুপিয়ে খুন করার ঘটনায় সকাল থেকেই উত্তপ্ত নন্দীগ্রামের সোনাচূড়া। রাস্তা আটকে চলছে বিক্ষোভ। দোকানে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। অবরোধ তোলার জন্য তৎপর হয়েছে পুলিশ। হলদিয়ার অ্যাডিশনাল এসপি, নন্দীগ্রাম থানার আইসি পুলিশবাহিনী নিয়ে এলাকা শান্ত করার চেষ্টা করছেন। অবরোধ তোলার চেষ্টা করা হচ্ছে। 

তমলুক লোকসভা কেন্দ্রে ভোটের ৩ দিন আগে নন্দীগ্রামে (Nandigram) খুন বিজেপি নেতার মা। বিজেপি নেতার মা-কে পিটিয়ে-কুপিয়ে খুনয নিহত বিজেপি নেতার মায়ের নাম রথীবালা আড়ি। মৃতের ছেলে সঞ্জয় আড়ি সোনাচূড়ার বিজেপি এসসি মোর্চার অঞ্চল সম্পাদক। হামলায় গুরুতর জখম সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে কলকাতায়। বিজেপির দাবি, বুথ পাহারার সময় গভীর রাতে তাঁদের কর্মী-সমর্থকদের উপর হামলা হয়। বিজেপির আরও অভিযোগ তাঁদের ওপর চড়াও হয় তৃণমূলের বাইক বাহিনী। কুপিয়ে, মাথায় রডের বাড়ি মেরে মহিলা বিজেপি সমর্থককে খুন করা হয় বলে অভিযোগ। নন্দীগ্রাম থানার আইসি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে (Lok Sabha Election 2024) বিজেপি নেতৃত্ব।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram