Nandigram Incident: ভোটের আগে রণক্ষেত্র নন্দীগ্রাম! শোকে মুহ্যমান আক্রান্ত বিজেপি পরিবার। ABP Ananda Live

Continues below advertisement

নন্দীগ্রামে (Nandigram Chaos) বিজেপি নেতার (BJP Leader Murder) মাকে খুনের ঘটনায় সোনাচূড়ার মনসাবাজার এলাকায় ধুন্ধুমার। একাধিক দোকান ঘর ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়। বিজেপি কর্মী, সমর্থকরা পথ অবরোধ করেন। তুলকালাম বেধে যায়। প্রথমে পুলিশ পিছু হঠে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কমব্যাট ফোর্স, র‍্যাফ। আসে কেন্দ্রীয় বাহিনী। বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা ব্যর্থ হলে লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ। নন্দীগ্রামের ১৩টি জায়গায় অবরোধ হয়েছিল, সবকটি জায়গাই অবরোধ-মুক্ত করা হয়েছে বলে জানান হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার।  ভোটের আগে নন্দীগ্রামে বিজেপি নেতার মাকে খুনের ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির অভিযোগ, গতকাল নন্দীগ্রামের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনামূলক বক্তব্যের পরেই তাদের কর্মী, সমর্থকদের ওপর হামলা চালানো হয়। বিজেপির আদি-নব্যের লড়াইয়ের জের, পাল্টা দাবি তৃণমূল নেতা শেখ সুফিয়ানের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram