Nandigram Incident: বিজেপি কর্মীর খুনের ঘটনায় আজ কী ছবি নন্দীগ্রামে? ABP Ananda Live

ভোটের মুখে স্থানীয় বিজেপি কর্মীর খুনের ঘটনায় আজও থমথমে নন্দীগ্রাম। কাল ভোট, আজ খোলেনি এলাকার বেশিরভাগ দোকানপাট। খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা। নন্দীগ্রামের ঘটনায় অ্যাকশন টেকন রিপোর্ট চাইলেন রাজ্যপাল। এই ঘটনায় মমতা সরকারের সমালোচনা করে অবিলম্বে পদক্ষেপ নিতে বললেন সি ভি আনন্দ বোস। রক্তস্নান বন্ধ করুন, আদর্শ আচরণবিধি বজায় রাখুন, মুখ্যমন্ত্রীকে সতর্ক করে বার্তা রাজ্যপালের। 

উল্লেখ্য়, নন্দীগ্রামে গুরুতর জখম বিজেপি নেতা সঞ্জয় আড়ির শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তাঁর মাথার খুলি দু'ভাগ হয়ে গিয়েছে । আহত বিজেপি নেতার মাথায় গভীর ক্ষত। তাঁর মাথার ভেতরে প্রচুর রক্তক্ষরণ হয়েছে । হাসপাতালে ভর্তির সময় থেকেই অচৈতন্য সঞ্জয় আড়ি। মেডিকা হাসপাতালে নিউরো আইসিইউতে  ভেন্টিলেশনে আছেন তিনি । গতকালই অস্ত্রোপচার করে মাথার ভেতরে জমে থাকা রক্ত বের করা হয়েছে । ৪৮ ঘন্টা না কাটলে কিছু বলা সম্ভব নয়, খবর হাসপাতাল সূত্রে। আজ তাঁর আরও একটি অস্ত্রোপচার হতে পারে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola