Modi’s Brigade Rally: 'কংগ্রেসের কালো হাত ফর্সা হয়ে গেল কী ভাবে?' ব্রিগেডে বামেদের কটাক্ষ মোদির

Continues below advertisement

ব্রিগেডের (Brigade Parade Ground) মঞ্চ থেকে বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখান থেকে তিনি বলেন, অন্যান্য শহরেরও আত্মনির্ভর ভারত গঠনের সম্ভাবনা আছে। বিজেপি সরকার ক্ষমতায় এলে যুব সমাজ থেকে বয়স্কদের জন্যও প্রকল্প। আসল পরিবর্তনের জন্য পঞ্চায়েত স্তরেও উন্নয়ন প্রয়োজন। বাংলায় পঞ্চায়েত ব্যবস্থা শেষ করা দেওয়া হয়েছে। বিজেপি ক্ষমতায় এসে পঞ্চায়েত ব্যবস্থা পুনরায় গড়ে তোলা হবে। রাষ্ট্রীয় শিক্ষা নীতি বাংলায় প্রণয়ন করা হবে। ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি বাংলা ভাষায় পড়ানো হবে। প্রান্তিক পড়ুয়ারা ইংরেজি না জানলেও ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি পড়তে পারবে। বাংলার মানুষের মনে রাখা উচিত বারবার তাদের সঙ্গে ছলনা করা হয়েছে। স্বাধীনতার পর কংগ্রেস ক্ষমতায় এসে কিছুটা কাজ করেছিল। তারপর ভোট ব্যাঙ্কের রাজনীতি শুরু হয়। স্বাধীনতার পর কংগ্রেস ক্ষমতায় এসে কিছুটা কাজ করেছিল। তারপর ভোট ব্যাঙ্কের রাজনীতি শুরু হয়।এরপর বামপন্থীরা এসে বলেছিল কংগ্রেসের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও। এই বামপন্থীরাই বাংলায় ৩৪ বছর শাসন করেছে। সেই কালো হাত আজ সাদা হল কী করে! যে হাতকে ভাঙতে চেয়েছিল, সেই হাতের আশীর্বাদ নিতে হচ্ছে!

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram