Narendra Modi:TMC-CPM-Congress একে অন্যের পরিপূরক,এই ৩ দল দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে জোট বেঁধেছে:মোদি
Lok Sabha Election : '১০ বছরে যা উন্নয়ন করেছি, সেটা শুধু ট্রেলার'। 'গরিব কল্যাণই মোদি(Narendra Modi) সরকারের মূল লক্ষ্য'। 'গরিবের জন্য টাকা পাঠিয়েছে কেন্দ্র, আর সেই টাকা লুঠ করেছে তৃণমূল'(TMC)। 'তৃণমূল সরকার গরিব বিরোধী, কেন্দ্রীয় প্রকল্পের সুফল থেকে বঞ্চিত রাজ্যবাসী'। 'বাংলার(west bengal) চা বাগানের শোচনীয় অবস্থায়'। 'তৃণমূলের নেতারা বড় বড় বাংলোয় থাকেন, আর শ্রমিকদের কোনও উন্নয়ন হয় না'। 'এই ভোটে তৃণমূলকে শিক্ষা দেওয়া জরুরি'। 'বুথে বুথে তৃণমূলের জমানত জব্দ করতে হবে'। 'তোলাবাজদের বাঁচাতে কেন্দ্রীয় এজেন্সিকে বাধা তৃণমূলের'। 'বাংলায় সবক্ষেত্রে আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে'। 'পশ্চিমবঙ্গে সিন্ডিকেট-রাজ চলছে'।
Tags :
Election Campaign Lok Sabha Election ABP Ananda LIVE West Bengal BJP News /West Bengal BJP Meeting NArendra Modi