Narendra Modi: 'ইন্ডিয়া জোট সবরকম আধুনিকতা, উন্নয়নের বিরোধিতা করেছে', মন্তব্য় মোদির। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: 'যাঁরা জয়ী হয়েছেন তাঁদের সবার অভিনন্দন প্রাপ্য', 'কিন্তু যে লক্ষ লক্ষ সাধারণ কর্মীরা দিন-রাত পরিশ্রম করেছেন তাঁদের সকলকে আমার প্রণাম', 'আমার সৌভাগ্য যে আপনারা সকলে সর্বসম্মতিক্রমে আমাকে নেতা নির্বাচিত করে এই গুরু দায়িত্ব দিয়েছেন', '২০১৯-এর পর আবার আমাকে এই দায়িত্ব দেওয়ার অর্থ আমাদের দুজনের মধ্যে বিশ্বাসের ভিত্তি মজবুত', 'এটাই আমার সবথেকে বড় পুঁজি', ' আমাদের সহযোগীরা ভারতের মহান গণতান্ত্রিক ঐতিহ্যের ধারক, সঠিক প্রতিনিধি', 'আমাদের ১০টি রাজ্যে আদিবাসী প্রভাবিত, এরমধ্যে ৭ রাজ্যে দায়িত্ব পালন করেছে এনডিএ', 'জোট করে নির্বাচনে লড়া এবং তারপর সরকার চালানো এর আগে কখনও এভাবে সফল হয়নি', ' সরকার চালানোর জন্য সংখ্যাগরিষ্ঠতা দরকার, এটাই গণতন্ত্রের নিয়ম','কিন্তু এর সঙ্গে চাই সর্বসম্মতি এবং তার ভিত্তিতেই এগোবে এনডিএ সরকার', বললেন মোদি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram