Nawsad Siddique: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন নৌশাদ, ISF বিধায়কের বাড়িতে পৌঁছল বাহিনী। ABP Ananda Live
Continues below advertisement
কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন নৌশাদ সিদ্দিকি। নৌশাদ সিদ্দিকির বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় বাহিনীর । 'রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে জানিয়েও কোনও নিরাপত্তা না পেয়ে হাইকোর্টে গিয়েছিলাম। কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নির্দেশ দিয়েছিল আমার নিরাপত্তা সুনিশ্চিত করতে। সেই অনুযায়ী আজকে বেলা চারটেয় সিআইএসএফের ৭জনের একটি দল আমার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। কোন ক্যাটিগরির নিরাপত্তা চূড়ান্ত করা হচ্ছে সেই বিষয়টি এখনও স্পষ্ট করা হয়নি', জানালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি
Continues below advertisement
Tags :
Elections Election Commission Panchayat Election WB Panchayat Election 2023 Panchayat Poll 2023 Election Commission WB Panchayat Election Schedule WB Panchayat Election Date WB Panchayat Poll 2023 Panchayat Election 2023