NDA Meeting: সর্ব সম্মতিতে নেতা নির্বাচিত হবেন নরেন্দ্র মোদি! কেমন প্রস্তুতি? ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: বিপুল শরিকি চাপ সামলে দ্রুত সরকার গঠনের চ্যালেঞ্জ। সূত্রের খবর, সেন্ট্রাল হলে আয়োজিত এই বৈঠকেই সর্ব সম্মতিতে নেতা নির্বাচিত হবেন নরেন্দ্র মোদি। বিজেপি-সহ এনডিএ-র সব শরিক দলের সাংসদরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। বিকেলে রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবি জানানোর কথা এনডিএ শিবিরের। সূত্রের খবর, রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি। 

'যাঁরা জয়ী হয়েছেন তাঁদের সবার অভিনন্দন প্রাপ্য', 'কিন্তু যে লক্ষ লক্ষ সাধারণ কর্মীরা দিন-রাত পরিশ্রম করেছেন তাঁদের সকলকে আমার প্রণাম', 'আমার সৌভাগ্য যে আপনারা সকলে সর্বসম্মতিক্রমে আমাকে নেতা নির্বাচিত করে এই গুরু দায়িত্ব দিয়েছেন', '২০১৯-এর পর আবার আমাকে এই দায়িত্ব দেওয়ার অর্থ আমাদের দুজনের মধ্যে বিশ্বাসের ভিত্তি মজবুত', 'এটাই আমার সবথেকে বড় পুঁজি', ' আমাদের সহযোগীরা ভারতের মহান গণতান্ত্রিক ঐতিহ্যের ধারক, সঠিক প্রতিনিধি', 'আমাদের ১০টি রাজ্যে আদিবাসী প্রভাবিত, এরমধ্যে ৭ রাজ্যে দায়িত্ব পালন করেছে এনডিএ', 'জোট করে নির্বাচনে লড়া এবং তারপর সরকার চালানো এর আগে কখনও এভাবে সফল হয়নি', ' সরকার চালানোর জন্য সংখ্যাগরিষ্ঠতা দরকার, এটাই গণতন্ত্রের নিয়ম','কিন্তু এর সঙ্গে চাই সর্বসম্মতি এবং তার ভিত্তিতেই এগোবে এনডিএ সরকার', বললেন মোদি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram