Nitish Kumar: মেয়াদের পুরো সময় মোদি সরকারের সঙ্গে থাকার প্রতিশ্রুতি নীতিশের

বিপুল শরিকি চাপ সামলে দ্রুত সরকার গঠনের চ্যালেঞ্জ। তৃতীয় মোদি সরকার গঠনের প্রস্তুতি তুঙ্গে। বৈঠক এনডিএ-র সংসদীয় দলের। সংবিধান সদনে আয়োজিত বৈঠকে সর্বসম্মতিক্রমে এনডিএ-র সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদি। বিজেপি-সহ এনডিএ-র সব শরিক দলের সাংসদের উপস্থিতিতে সিদ্ধান্ত।সূত্রের খবর, বিকেলে রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবে এনডিএ শিবির। সেখানে বিজেপি-সহ এনডিএ-র ২৯৩ জন সাংসদ সই সম্বলিত সমর্থনপত্র পেশ করবেন। রবিবার সন্ধে ছ'টায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। মেয়াদের পুরো সময় মোদি সরকারের সঙ্গে থাকার প্রতিশ্রুতি নীতিশ কুমারের।

'২ দিন ধরে দেখছি কংগ্রেসের দফতরের সামনে...', ফের আক্রমণাত্মক মোদি। 

'ইন্ডিয়া জোট সবরকম আধুনিকতা, উন্নয়নের বিরোধিতা করেছে। বিদেশের মানুষের কাছে ভারতের গণতন্ত্রকে নিচু চোখে দেখানোর চেষ্টা করেছে। নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেশে হিংসা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। ক্রমাগত দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করে গেছে। বিরোধীরা চেয়েছিল ভারতের গণতন্ত্রের ওপর আস্থাই যাতে নষ্ট হয়ে যায়। ক্রমাগত ইভিএম নিয়ে সমালোচনা হচ্ছিল, তবে ইভিএম সঠিক জবাব দিয়েছে।' মন্তব্য নরেন্দ্র মোদির।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola