Lok Sabha Election 2024: ভোটের আগে ভাটপাড়ায় মিষ্টির ড্রাম, লাড্ডুর কৌটো থেকে উদ্ধার ৪৭টি বোমা...
ভোটের আগে ফের বোমা উদ্ধার হল ভাটপাড়ায়। পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের একটি পরিত্য়ক্ত জায়গা থেকে ৪৭টি ভর্তি বোমা উদ্ধার করে ভাটপাড়া থানার পুলিশ। বিজেপির অভিযোগ, ঘটনার নেপথ্যে তৃণমূল। পাল্টা অর্জুনই বোমা রেখেছেন বলে দাবি তৃণমূল বিধায়ক সোমনাথ শ্য়ামের।