Panchayat Election: ভাইবৌ-এর বিরুদ্ধে ভোটের ময়দানে ভাসুর! পরিবারেই টিকিট নিয়ে গৃহযুদ্ধ চরমে!
পঞ্চায়েতের (Panchayat) টিকিট নিয়ে উত্তর ২৪ পরগনার (North 24 Paragana) জেলা পরিষদ প্রার্থী ও হাবড়ার তৃণমূল নেতা বৃন্দাবন ঘোষের পরিবারে বিদ্রোহের আগুন। ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতে এবার তৃণমূল প্রার্থী করেছে তাঁর পুত্রবধূ পায়েল ঘোষকে। দলের সিদ্ধান্ত মানতে না পেরে নির্দল প্রার্থী হয়েছেন তৃণমূল নেতার ভাইপো সাধনচন্দ্র ঘোষ।
Tags :
West Bengal Politics Congress TMC BJP CPIM WB Panchayat Election 2023 Panchayat Election In Bengal Bengal Panchayat Election Bengal Panchayat Election 2023