OBC Certificate Cancel: ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল ঘিরে শুরু রাজনৈতিক তরজা। ABP Ananda Live

ABP Ananda Live: হাইকোর্টের নির্দেশে প্রায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল ঘিরে জারি রাজনৈতিক তরজা। আদালতের এই নির্দেশের ফলে বিপাকে পড়েছেন ওবিসি শংসাপত্রধারীরা। মুখ্য়মন্ত্রীর ঘোষণা মতো রাজ্য় সরকারের তরফে উচ্চ আদালতে আবেদনের অপেক্ষায় রয়েছেন তারা। পশ্চিমবঙ্গে ২০১০ সালের পরের ইস্য়ু হওয়া সমস্ত OBC শংসাপত্র বাতিল করেছে হাইকোর্ট। তারা স্পষ্ট জানিয়েছে, নিয়ম মেনে OBC তালিকা তৈরি করা হয়নি। বুধবার ঐতিহাসিক রায়ে তৃণমূলের সরকারের আমলে দেওয়া সমস্ত OBC শংসাপত্র অবৈধ ঘোষণা করে বাতিল করেছে আদালত। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের নির্দেশে রাতারাতি বাতিল হয়েছে প্রায় ৫ লক্ষ OBC শংসাপত্র। এই পরিস্থিতিতে এখন মুখ্য়মন্ত্রীর ঘোষণা মতো উচ্চ আদালতে রাজ্য় সরকারের আবেদনের দিকে তাকিয়ে OBC শংসাপত্রধারীরা। হাইকোর্টের নির্দেশের পর অস্বস্তিতে তৃণমূল। উজ্জীবিত বিজেপি। OBC শংসাপত্র বাতিলের ঘটনা ভোটবাক্সে কোনও প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola