Panchayat Election : জেলায় জেলায় এসে পৌঁছচ্ছে কেন্দ্রীয় বাহিনী, রুট মার্চ শুরু। ABP Ananda Live
Panchayat Election 2023 : বীরভূমের সিউড়িতে রুট মার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। আজ সকালে সিউড়ি ১ নম্বর ব্লকের আলুন্দা গ্রাম পঞ্চায়েতের কাখুড়িয়া গ্রামে রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তাঁরা। কেন্দ্রীয় বাহিনী আসায় নিশ্চিন্তে ভোট দিতে পারব, আশা গ্রামবাসীদের।
বাঁকুড়া, হুগলি, জলপাইগুড়ির পর পশ্চিম মেদিনীপুর। খড়গপুরে পৌঁছল ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গতকাল রাতে ঝাড়গ্রাম থেকে বাসে করে খড়গপুর ১ নম্বর ব্লকে কলাইকুণ্ডা ফাঁড়িতে পৌঁছন ৫৫ জন সিআরপিএফ জওয়ান।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live WestBengal ABP Ananda Bengali News PanchayatElection CentralForce