Panchayat Election: 'ভাঙড়ের সবথেকে বড় অপরাধী নৌশাদ সিদ্দিকি', তোপ আরাবুল ইসলামের। ABP Ananda Live

ভাঙড়ে (Bhangar) অশান্তির দায় নৌশাদ সিদ্দিকির (Naushad Siddiqui) উপর চাপালেন আরাবুল ইসলাম (Arabul Islam)। 'পরিকল্পনা করে ভাঙড়ে অশান্তি করা হয়েছে। ভাঙড়ে শান্তি ফেরাতে অবিলম্বে নৌশাদকে গ্রেফতারের দাবি। বোমা, গুলি চালিয়েছে নৌশাদ বাহিনী', দাবি আরাবুলের। 'বাইরে থেকে দুষ্কৃতী এনে এলাকা দখলের চেষ্টা। দুষ্কৃতীদের ২-৩ দিন ধরে প্রশিক্ষণ দেওয়া হয়। এরপরেই তাণ্ডব চালায় বহিরাগতরা। শতাধিক বাইক ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। হামলায় ১৭ জন আহত, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। যেভাবে বোমা, গুলি চালানো হয়েছে মানুষ তাতে আতঙ্কিত,' ভাঙড়ের সবথেকে বড় অপরাধী নৌশাদ সিদ্দিকি, অভিযোগ আরাবুলের।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola