Cooch Behar : নিশীথের গাড়ি লক্ষ্য করে তির, BSF-পুলিশ বচসা, কোচবিহারে উত্তেজনা। ABP Ananda live
পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মনোনয়নের পর স্ক্রুটিনি ঘিরেও কোচবিহারে উত্তেজনা। দিনহাটার সাহেবগঞ্জে মুখোমুখি তৃণমূল-বিজেপি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে তির ছোড়ার অভিযোগ। বিজেপি প্রার্থীদের স্ক্রুটিনিতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। ঘটনস্থলে গেলে বিএসএফের সঙ্গে বচসা পুলিশের।
Tags :
Bangla News Bangla News Live TMC BJP ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live WestBengal ABP Ananda Bengali News PanchayatElection NisithPramanick