Panchayat Election : হাওড়ায় ISF প্রার্থীর ওপর হামলা, অশোকনগরে সিপিএম সমর্থককে বেধড়ক মারধর। ABP Ananda
অশোকনগরে দীঘরা মালিকবেড়িয়া পঞ্চায়েতে সিপিএম (CPM) সমর্থকের ওপর হামলা। তৃণমূলের বাইক মিছিল থেকে হামলা চালানো হয় বলে অভিযোগ। অন্যদিকে, হাওড়ার জগৎবল্লভপুরে আইএসএফ (ISF) প্রার্থীর ওপর হামলার অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। ২ ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda Tmc ABP Ananda Live Panchayatelection Cpm ABP Ananda Bengali News Isf