Mamata Banerjee: 'চোপড়ার ঘটনায় তৃণমূল যুক্ত নয়', ভাঙরে অশান্তির দায় ISF-র ঘাড়ে চাপালেন মমতা
ভাঙড়ের (Bhangar) ঘটনার দায় আইএসএফ (ISF) -এর ওপর চাপালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, 'প্রশাসনকে বলেছি কড়া পদক্ষেপ নিতে হবে। ভাঙড়ে উস্কানিমূলক কথাবার্তা বলা হয়েছে। আমাদের তরফেও কাল প্রতিরোধ হয়েছে। বাম আমলে কাউকে নমিনেশন ফাইল করতে দেওয়া হত না। নন্দীগ্রামে মানুষকে কেটে হলদি নদীতে ভাসিয়ে দিত। মানুষের হাত-পা কেটে দিত। এবারে বেশি বাড়াবাড়ি হচ্ছে। কেন্দ্রীয় সরকার আমাদের টাকা বন্ধ করে দিয়েছে। নিজেদের ভাষাকে প্রতিরোধ করুন। যদি মনে করেন যা খুশি তাই বলবেন, তাহলে ভাববেন না সবটা একতরফা হবে। চোপড়ার ঘটনায় তৃণমূল জড়িত নয়'