Morning Headlines : রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কুলতলি, আইন বাঁচিয়ে বাহিনী রিক্যুইজিশন? ABP Ananda Live
Panchayat Election 2023 : তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র কুলতলি। একের পর এক বাড়ি ভাঙচুর, গুলিও চলার অভিযোগ বিজেপির। সংঘর্ষ হলেও গুলি চলেনি, পাল্টা দাবি পুলিশের।
হাইকোর্টের (Calcutta High Court) চাপের মুখে ২২ কোম্পানি বদলাল ৮২২ কোম্পানিতে! ডেডলাইন শেষের আগেই অবশেষে আরও ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন (State Election Commission)।
আইন বাঁচিয়ে ২০১৩-র চেয়ে মাত্র ২ কোম্পানি বেশি কেন্দ্রীয় বাহিনী (Central Force) চাইল কমিশন। যথেষ্ট নয় বলে কাল ফের কোর্টে শুভেন্দু। একাধিক দফায় ভোট চান সুকান্ত।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News PanchayatElection TopNews CALCUTTAHIGHCOURT CentralForce