Panchayat Election : গনগনে ক্ষোভের আগুন, তৃণমূলের মধ্যের বিদ্রোহ আরও জোরাল । ABP Ananda Live
পঞ্চায়েতের (Panchayat Election) টিকিট নিয়ে তৃণমূল কংগ্রেসের (TMC) মধ্যে বিদ্রোহ আরও জোরাল হল। বিধায়ক আবদুল করিম চৌধুরী, হুমায়ুন কবীর, মনোরঞ্জন ব্য়াপারীর পর, এবার সরব হলেন মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। তাঁর অভিযোগ, দলের মধ্য়ে গ্রুপবাজি রয়েছে, তাই ৫০-৫০ ভাগ হয়েছে। এই নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি (BJP)। জবাব দিয়েছে তৃণমূল নেতৃত্ব।
Tags :
Bangla News Bangla News Live TMC ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News PanchayatElection CLASH