Panchayat Election: মনোনয়নে প্রথম স্থানে তৃণমূল, জমা পড়েছে ৮২,৮২৭টি মনোনয়ন। ABP Ananda Live

মনোনয়নে প্রথম স্থানে তৃণমূল, জমা পড়েছে ৮২ হাজার ৮২৭টি নমিনেশন। দ্বিতীয় স্থানে বিজেপি, গেরুয়া শিবিরের তরফে জমা পড়েছে ৫৫ হাজার ৫৪৬ মনোনয়নপত্র। সিপিএম- ৪৭ হাজার ৭১০, কংগ্রেস- ১৭ হাজার ৩৭৬, ফরওয়ার্ড ব্লক ১ হাজার ৫৮২। নির্দল- ১৫ হাজার ৮৪৩ এবং অন্যান্য- ১০,১৪১টি মনোনয়নপত্র জমা পড়েছে। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত মিলিয়ে রাজ্যে মোট আসন ৭৩ হাজার ৮৮৭, তৃণমূলের মনোনয়ন জমা পড়েছে ৮২ হাজার ৮২৭, তিনটি স্তর মিলিয়ে যা ৮ হাজার ৯৪০ বেশি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola