Panchayat Election: জেলায় জেলায় উড়ছে সবুজ আবির, ভোটের আগেই জয়ের উৎসবে মেতেছে তৃণমূল
কোথাও বিরোধী প্রার্থীরা মনোনয়ন জমাই দেননি, কোথায় মনোনয়ন (Nomination) দিলেও শেষ মুহূর্তে প্রত্যাহার করা হয়েছে। ভোটের (Panchayat Election) আগেই জেলায় জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় একাধিক আসনে জয়ী হয়েছে তৃণমূল (TMC)। আবির খেলে, বাইক মিছিল বের করে চলল বিজয় উৎসব।