Panchayat Poll 2023: মনোনয়ন শেষ হতেই দিকে দিকে বিরোধী প্রার্থীর উপর হামলার অভিযোগ
মনোনয়ন শেষ হতেই দিকে দিকে বিরোধী প্রার্থীর উপর হামলা। দেগঙ্গায় সিপিএম প্রার্থীর বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হওয়ার অভিযোগ। আরামবাগে মহিলা প্রার্থীর 'চুলের মুঠি ধরে মারধর'। বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর, অভিযুক্ত শাসক দল। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ। বাড়ি ভাঙচুর, বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পশ্চিম বর্ধমানের কাঁকসায় বাম প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ। থানায় শাসক দলের বিরুদ্ধে অভিযোগ দায়ের। সব ক্ষেত্রেই হামলার অভিযোগ অস্বীকার শাসক দলের।
Tags :
Bangla News Bangla News Live Congress TMC ABP Ananda LIVE BJP ABP Ananda Digital ABP Ananda CPM Panchayat Election 2023 ABP Ananda Bengali News - Bengali News