Panchayat Poll : রাজ্যপালের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙঘনের অভিযোগ তৃণমূলের !
Continues below advertisement
রাজ্যপালের ( C V Ananda Bose ) বিরুদ্ধে এবার রাজ্য নির্বাচন কমিশনে তৃণমূল ( TMC ) । রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কমিশনকে চিঠি । সরেজমিনে সন্ত্রাস কবলিত এলাকায়, তৃণমূলের নিশানায় বোস । 'ভোট সংক্রান্ত কোনও বিষয়ে তদন্ত করতে পারেন না রাজ্যপাল'। রাজ্যপালের ভূমিকাকে আইন বহির্ভূত বলে অভিযোগ তৃণমূলের। রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কমিশনকে চিঠি তৃণমূলের । 'কমিশন-পরিচালিত ভোট নিয়ে অবাঞ্ছিত বিবৃতি দিচ্ছেন রাজ্যপাল'। 'নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন রাজ্যপাল'। পরিস্থিতি খতিয়ে দেখার নামে রাজ্যপালের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তৃণমূলের। রাজ্যপালের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙঘনের অভিযোগ তৃণমূলের। 'কীভাবে রাজ্যপালের সরকারি পরিকাঠামো ব্যবহার করতে পারে বিজেপি?'
Continues below advertisement
Tags :
C V Ananda Bose West Bengal Panchayat Election Bengal Panchayat Election 2023 West Bengal Panchayat Election 2023 Panchayat Election 2023 Panchayat Election Date