Panchayat Poll 2023: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ফুলমালঞ্চে আজ পুনর্নির্বাচন
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ফুলমালঞ্চে আজ পুনর্নির্বাচন। ভোটের দিন বাসন্তীর ফুলমালঞ্চের ৯২ নম্বর বুথে ভোট দিতে গিয়ে বোমাবাজিতে মৃত্যু হয় তৃণমূল প্রার্থী রফিয়া ওস্তাগরের দেওয়ার আনিসুর ওস্তাগরের। আজ আবার ভোট গ্রহণ হলেও ভোট দিতে যাবেন না আনিসুরের মা। তাঁর আপশোষ কেন্দ্রীয় বাহিনী থাকলে হয়তো সেদিন অকালে তাঁর ছেলেকে চলে যেতে হত না।
Tags :
Elections South 24 Parganas Basanti Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Panchayat Election 2023 ABP Ananda Bengali News - Bengali News