Panchayat Poll 2023:ভোট ঘিরে মৃত্যু মিছিল, কোথায় ছিল কেন্দ্রীয় বাহিনী? কমিশনের ঘাড়ে দোষ চাপাল BSF
কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিতর্ক থামছে না কিছুতেই। ভোটের ঠিক পর দিন বিএসএফের ডিআইজির বক্তব্য প্রশ্ন তুলে দিল রাজ্য নির্বাচন কমিশনের শান্তিপূর্ণ ভোট করানোর সদিচ্ছা নিয়েও। রাজ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা কত, ভোটের দিনও জানতেই পারল না ভোটারদের নিরাপত্তা দিতে আসা কেন্দ্রীয় বাহিনী? বিএসএফের ডিআইডির বক্তব্য নতুন করে হাতিয়ার তুলে দিল এরাজ্যের বিরোধীদের হাতে।
Tags :
Central Force Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News Panchayat Poll 2023