Jangipara News: জাঙ্গিপাড়ার পঞ্চায়েত রিটার্নিং অফিসারকে সশরীরে এজলাসে তলব। ABP Ananda Live

Continues below advertisement

জাঙ্গিপাড়ার পঞ্চায়েত রিটার্নিং অফিসারকে সশরীরে এজলাসে তলব। চলতি পঞ্চায়েত নির্বাচনে প্রথম কোনও রিটার্নিং অফিসারকে এজলাসে তলব । কীভাবে ব্যালট পেপার বাইরে বেরোয়? কৈফিয়ত চাইলেন বিচারপতি অমৃতা সিনহা । বৃহস্পতিবার দুপুর দুটোয় পঞ্চায়েত রিটার্নিং অফিসারকে এজলাসে তলব । গণনা কেন্দ্রের সমস্ত সিসিটিভি ফুটেজ সহ এজলাসে তলব। গণনা কেন্দ্রের বাইরে বেরোনো ব্যালট পেপার রেজিস্ট্রার জেনারেলের কাছে সংরক্ষিত রাখতে নির্দেশ

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram